এনলাইট সফটওয়্যার দিয়ে আপনি xp-এর কাস্টমাইজ সিডি তৈরী করতে পারবেন। ২.৫৪ মেগাবাইটের বিনামূল্যের এই সফটওয়্যারটি www.nliteos.com এই ঠিকানা থেকে ডাউনলোড করে install করে নিন। এ জন্য আপনার pc-তে Microsoft-এর ডট নেট ২.০ সংস্করণ থাকতে হবে।
এবার এনলাইট সফটওয়্যারটি চালু করুন এবং ভাষা হিসেবে ইংরেজি নির্বাচন করে next press করুন। Location the Windows installation উইন্ডো থেকে Browse বাটনে click করে আপনার PC তে থাকা windows এর অবস্থান দেখিয়ে দিন(সরাসরি CD থেকে হবে না) তবে windows এর সব তথ্য চলে আসবে। এবার next বাটনে click করে আবার next বাটনে click করুন। এবার Task Selection এ all বাটনে click করে আবার next করুন। Service Pack উইন্ডোতে আপনি চাইলে xp এর service pack যুক্ত করতে পারেন select বাটনে click করে। এরপর Next করে Hotfixes, Add-ons and Update Pack উইন্ডো থেকে Advance বাটনে click করে ইনেবল করতে পারেন। এরপর Next করে Drivers উইন্ডো থেকে প্রয়োজনীয় ড্রাইভার insert করতে পারেন। এবার Next করে Components উইন্ডো থেকে দরকারী কম্পনেন্টগুলো নির্বাচন করে আপনার ইচ্ছামত কাস্টোমাইজ করুন(theme, serial no. , administrator password, computer name, time etc... ) । এখন Next করে Option উইন্ডো থেকে প্রয়োজনবোধে বিভিন্ন অপসন পরবর্তন করতে পারেন। এবার Next করে Tweaks উইন্ডো থেকে দরকারী টোয়িক এবং সার্ভিস নির্বাচন করে Next করলে Do you start the process? আসবে। এবার Yes করলে প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে। এখান থেকে আপনি সরাসরি সিডিতে রাইট করতে পারবেন বা পরবর্তীতে রাইট করার জন্য বুটেবল ইমেজ তৈরী করতে পারবেন। বুটেবল ইমেজ তৈরি করতে Mode-এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে click করুন। এবার নির্দিষ্ট লোকেশন দেখিয়ে Save করুন। ব্যস, এরপর ওই ইমেজ সিডিতে রাইট করলেই হয়ে গেল আপনার Customize Windows XP.
তবে ভিসতাকে কাস্টোমাইজ করতে হলে ভিলাইট (www.vlite.net) ব্যবহার করতে হবে।
সূত্রঃ প্রথম আলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন