কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ৪ গিগাবাইট ধারণক্ষমতা সম্পন্ন পেনড্রাইভ। এবার পেনড্রাইভটিকে NTFS ফাইল সিস্টেমে ফরম্যাট করে নিন।এবং ডিভিডি রমে Windows 7 এর ডিভিডি প্রবেশ করান….
এখন শুরু করা যাক Bootable windows 7 তৈরি করা –১। প্রথমে আপনি ডস কমান্ড ওপেন করুন। Srart > All Programs >
Command prompt
২। এখন টাইপ করুন Xcopy X:\*.* /s/e/f Y:\
মনে রাখা প্রয়োজন যে, এখানে X দিয়ে সিডি ড্রাইভকে এবং Y দিয়ে পেন-ড্রাইভকে বুঝানো হয়েছে।
৩। এখন আপনার Bootable windows 7 তৈরি করা শুরু হবে বেশি হলে ৫-১০ মিনিট সময় লাগবে।
এখন আপনি আপনার কম্পিউটার restart করে BIOS থেকে পেন-ড্রাইভ থেকে বুট করার জন্য কনফিগার করে দিন।
ছবি সহ দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন