পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও ফাইল তৈরী করা এখন আরো সহজ


কোথাও কোন উপস্থাপন তুলে ধরতে পাওয়ার পয়েন্টের কোন বিকল্প নেই। সফটওয়্যারে প্রেজেনটেশনটি যে ফরম্যাটে রাখা হয় তা সহজেই এডিট করা যায়।কিন্তু সমস্যা হল এ ধরনের ফাইল চালাতে প্রয়োজন পড়ে বড় আকারের অফিস সফটওয়্যারের। কিন্তু এই ফাইলগুলোকে যদি ভিডিও আকারে সেভ করা যেত তাহলে আরো সহজে সেগুলোকে উপস্থাপন করা সম্ভব হত।
আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের ফাইলগুলোকে ভিডিও ফরমেটে রূপান্তর করতে পারি পাওয়ার পয়েন্ট টু ভিডিও কনভার্টার নামের একটা সফটওয়্যার দিয়ে। কনভার্ট করার জন্য ফাইল যুক্ত করার পরে প্রতিটি স্লাইড কতক্ষণ পরপর পরিবর্তন হবে , স্লাইডগুলো চলার সময় কোন অডিও ফাইল ব্যাবহার করা হবে কিনা, তা নির্ধারন করে দেয়া যাবে। সফটওয়্যারটির বিশেষ সুবিধা হল, পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরী করা সব ফরমেট (pptx, ppt, ppsx, pps) এটি সমর্থন করে ভিডিও ফাইল হিসেবে রূপান্তর করা হলেও প্রেজেন্টেশনে ব্যাবহার করা ধরনের অ্যানিমেশন সঠিকভাবে সংরক্ষিত থাকবে। সঠিক অনুপাতে রূপান্তর করার ফলে ছোট বা বড় যেকোন আকারে ভিডিও দেখার সময় ছবি অসামাঞ্জস্যপূর্ণ দেখাবে না। পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও কনভার্ট করা ছাড়াও এটি দিয়ে ওডিও ফাইল কনভার্টের কাজও করা যাবে।

মন্তব্যসমূহ