রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে তৈরী হল "রবীন্দ্র রচনাবলী"

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে তৈরী হল "রবীন্দ্র রচনাবলী"


রবীন্দ্র রচনাবলীর এই ওয়েব সাইট তৈরী করেছে "ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ" এবং এটি তৈরিতে সহায়তা করেছে খরগপুরে IIT এবং শিবপুর বিই কলেজের শিক্ষকেরা। এই ওয়েব সাইটে পাওয়া যাবে রবীন্দনাথের সকল উপন্যাস, গল্প, নাটক, গান, কবিতা, প্রবন্ধ ও গানের স্বরলিপি।

রচনাবলীর যেকোন অংশ প্রয়োজনে কাউকে মেইল করা যাবে এখান থেকে। ইউনিকোড ৫.০ সমর্থিত বাংলা ব্যাবহার করা হয়েছে এই সাইটটিতে এবং এর প্রগ্রামিং সংকেত উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য।

মন্তব্যসমূহ