প্রথমে ফটোসপে আপনার কাঙ্খিত ছবিটি ওপেন করুন। তারপর Elliptical Marquee tool দিয়ে প্রয়োজনীয় অংশ ব্লক করে নিন।
সূত্রঃ এখানে
তারপর এর foreground কালার দিন। ফরগ্রাউন্ড কালার দিতে এখানে দেখুন
তারপর ব্যবহার করে Paint Bucket Tool ব্লক করা অংশে কালারটা দিয়ে দিন। অথবা কিবোর্ড থেকে Alt+backspace দিন।
তারপর লেয়ার ষ্টাইল এর Inner Shadow চিত্রের মত করে দিন
আপনার ইমেজ এমন হবে
তারপর নতুন লেয়ার তৈরি করুন Gradient Tool দিয়ে চিত্রের মত করে গ্রিডেন্ট দিন এই গ্রিডেন্ট ব্যবহার করুন
তারপর লাল থেকে শুরু করে নীল বৃত্ত পর্যন্ত টান দিন
আপনার গ্রিডেন্ট এমন হবে
কিবোর্ড থেকে Ctrl+D চাপুন। ফরগ্রাউন্ড কালো হয়ে যাবে। তারপর কুইক মাস্ক মুডে রেডিয়াল গ্রিডেন্ট ব্যবহার করুন
তাহলে আপনার ইমেজ এমন হবে
তারপর আবার লেয়ার অপশনের Inner Shadow চিত্রের মতকরে প্রয়োগ করুন
এবং inner_glow
তাহলে আপনার ইমেজ এমন হবে
এরপর নতুন একটি লেয়ার তৈরি করে Brush Tool দিয়ে একটি পয়েন্ট দিন
তারপর Effects/Blur/Gaussian Blur এ গিয়ে ৫ দিয়ে ওকে করুন
লেয়ার অপশনের চিত্রের মত করে Outer Glow দিন
আপনার ইমেজ এমন হবে
তারপর একটি শ্যাডো দিন শ্যাডো দেওয়ার জন্য লেয়ার থেকে কপি করে নিন অপাসিটি ২৫% করুন
নতুন করা লেয়াটিতে Gradient Tool দিয়ে গ্রিডেন্ট দিন
তারপর কিবোর্ড থেকে Ctrl+T চেপে সিলেক্ট করে নিচে বসিয়ে এন্টার করুন
তাহলে দেখুন
এরপর শ্যাডোর ভেতরে একটু পেচানো করার জন্য শ্যাডো অংশটুকু ব্লক/সিলেক্ট করে Filter/Distort/Spherize… এ ক্লিক করুন এখানে ভ্যালু 100% এবং Normal মুড সিলেক্ট করলেই এমন হবে
সূত্রঃ এখানে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন