আমরা অনেকেই বিভিন্ন সময় সফটওয়ার ডাউনলোড করে থাকি । তবে সবাই তো আর সিরিয়াল বের করতে পারে না এবং এত সময়ই বা কোথায় সিরিয়াল বের করার। তাই দিন দিন অনলাইনে কাজ করাটা ব্যপকভাবে জনপ্রিয় হয়ে উঠতেছে । আজও কিছু ব্যতিক্রমী অনলাইনে কাজ করার ওয়েবসাইট নিয়ে টিউনটি সাজিয়েছি । এইসব সাইটের মধ্যে চ্যাট , ছবিতে ইফেক্ট যোগ করা , পছন্দের আইকন নামানো , ছবিতে ওয়াটার মার্ক দেয়া , টেক্স গ্লিটার ইফেক্ট যোগ করা ইত্যাদি নিয়েই টিউনটি সাজানো হয়েছে ।
imo
কোন কোন আইডিতে চ্যাট করতে পারবেনঃ
1 . Yahoo!
2 . Aim/Icq
3 . Myspace
4 . Msn
5 . Facebook
6 . Skype
7 . Google Talk
মূলত Facebook এর জন্যই এই সাইট টি জনপ্রিয় হয়ে উঠবে ।
watermark
এই সাইটটি থেকে আপনি আপানার ছবিতে watermark যোগ করতে পারবেন । এর ফলে আর কোন watermark এর সফটওয়ার ব্যবহার বা খোজার প্রয়োজন হবে না ।
glowtxt
এই সাইট থেকে আপনি আপনার সাইটের জন্য ব্যানার বা আপনার অন্য প্রয়োজনে গ্লিটার ইফেক্ট যোগ করতে পারবেন । এবং আপনি এই সাইট থেকে Html কোড এবং ইমেজটি ডাউনলোড করতে পারবেন ।
iconfinder
এই সাইট টি দেখে আমার খুব হাসি পেয়েছিল । যাইহোক আমরা আগে অনেক আইকন ডাউনলোড করতাম । তবে আমার জানা ছিল না যে আইকন খোজার জন্যই আলাদা সার্চ ইন্জিন আছে । আশা করি আপনার আইকনের আর অভাব হবে না ।
writeonit
http://www.writeonit.org/
এই সাইট থেকে তাদের দেয়া ছবিতে না না রকম টেক্স যোগ করতে পারবেন ।
funphotobox
এই সাইট থেকে আপনি আপনার ছবির নানা রকম কাজ করতে পারবেন । যেমনঃ এনিমেশন , ফটো ইফেক্ট ইত্যাদি । আরও নানা রকম কাজ করে আপনার ছবিকে আরও সুন্দর আরও আকর্ষনীয় করে তুলতে পারবেন।
সূত্রঃ techtunes.com.bd
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন