Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য

আনেক সময় আমাদের মনে হতে পারে Yahoo,Google,MSN এর মালিক কে বা কোন প্রতিষ্ঠান।ইচ্ছা করলেই আপনি বের করতে পারেন Yahoo,Google,MSN সহ সকল সাইটের (.BD,CN,IN সহ সকল Extantion বাদে) গোপন তথ্য।কি অবাক হচ্ছেন ?কাজটি আপনি সহজেই করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে।

যেভাবে করবেন

প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনাকে বের করতে হবে Domain টি কোন Domain Regster কোম্পানির মাধ্যমে নিবন্ধন করা হয়েছে।আর তার জন্য প্রথমে আপনাকে যেতে হবে এই লিঙ্ক ।এর পর আপনি আপনার পছন্দের সাইটের নাম সাবমিট করুন।ব্যাস পেয়ে যাবেন সেই সাইটের সকল গোপন তথ্য । ধরুন, আমরা ইয়াহু! ডট কমের বিভিন্ন তথ্য খুঁজে বের করবো। এজন্য প্রবেশ করুন http://www.internic.com/whois.html । who is Search এর ঘরে টাইপ করুন yahoo.com এবং এন্টার দিন। লক্ষ্য করলে দেখবেন ইয়াহু! ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছে ১৯৯৫ সালের ১৮ জানুয়ারি, আপডেট করা হয়েছে ২০০৫ সালের ২২ জুলাই এবং ডোমেইনটির মেয়াদ শেষ হবে ২০১২ সালের ১৯ জানুয়ারি।

haking Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও  হ্যাকিং করার টিপস ১ | Techtunes

এর পর আপনি এসকল তথ্য এর মধ্যে পাবেন Whois Server এর নাম।
যেমন ধরুন www.amaderadda.com ওয়েব সাইটের Whois Server এর নাম হল whois.dynadot.com মানে এটি dynadot.com নামের ওয়েবে নিবন্ধন করা হয়েছে। এখন এর Whois Server এর নামটি কপি করে web browisng adress এ past করে চলে যান এর পেজে।

polx Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও  হ্যাকিং করার টিপস ১ | Techtunes

এখানে আপনি Domain Name এর জাগায় amaderadda.com ও এর কোড দিয়ে সাবমিট করুন

একটু পরেই আপনি পেয়ে যাবেন সকল গোপন তথ্য

monfw Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও  হ্যাকিং করার টিপস ১ | Techtunes

সূত্রঃ টেকটিউনস ডট কম।


মন্তব্যসমূহ