যে সাদাকালো ইমেজটি কালার করবেন তা ফটোসপে ওপেন করুন। তারপর Image > Mode > CMYK Colour এ যান।
CMYK Colour করার পর আপনাকে quick mask মুডে কাজ করতে হবে। এজন্য কিবোর্ড খেকে Q চাপুন। তাহলে quick mask মুড একটিভ হয়ে যাবে। অথবা চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন।
এরপর আপনি ব্রাশ টুল সিলেক্ট করে যে অংশটুকু কালার করতে চান সেটুকু পেইন্ট করুন। প্রথমে ত্বকের অংশটুকু নিয়ে আগে শুরু করুন। খুব সতর্কতার সাহায্যে সিলেক্ট করতে হবে। যাতে কোন অংশ বাদ না পড়ে।
শেষ হয়ে যাবার পর নরমাল মোডে ফিরে আসুন Q চেপে। ফটোটিতে সিলেকশন তৈরি হবে। এরপর Select > Inverse এ ক্লিক করুন (Ctrl+Shift+I)।
এবার Adjustment layer বাটনে ক্লিক করুন লেয়ার প্যালেট থেকে। সিলেক্ট করুন Color Balance, তারপর Shadows, Midtones এবং Highlights এর স্লাইডার মুভ করতে থাকুন যতক্ষন না আপনার পছন্দসই রঙ পাচ্ছেন।
এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যাতে Colourize এ টিক চিহ্ন দেওয়া থাকে।
আরও একটু সুন্দর করার জন্য Layer > New Adjustment Layer > Curves এ যান।
তারপর একটা চেক বক্স আসবে এখানে একটা নাম দেওয়ার জন্য ওকে করুন।
তারপর নিচের মত মান বসালে আপনার ইমেজটি হয়ে উঠবে আরেকটু মানানসই।
তো শুরু করেদিন সাদাকালো ছবিকে কালার করা।
কালার করে এমন হবে
সূত্রঃ টেকটিউনস ডট কম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন