প্রথমেই আপনাকে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে হবে । আপনাদের জন্য এটি পের্টেবল করাই দিলাম । সফটওয়ারটি জিপ অবস্থায় ১৭.১১ মেগাবাইটে থাকবে কিন্তু আনজিপ করলে প্রায় ৬৫.১ মেগাবাইট হবে । এরপর আপনি আনজিপ করুন । ফোল্ডারটি আনজিপ করলে নিচের ছবির মত একটি আইকন দেখতে পাবেন ।ওটাই ক্লিক করুন ।
এখন শুধুমাত্র Next চাপুন । নিচের ছবির মত যখন আসবে তখন Usb Flash / Portable Media ( sorted in directory with appl ) এই লেখাটায় ক্লিক করুন ।
এরপর যখন নিচের ছবির মত আসবে তখন আপনি আপনার ইনস্টল করা সফটওয়ারটির ফোল্ডারটি দেখিয়ে দিন প্রোগ্রাম ফাইল থেকে ।
ব্যাস এবার অপেক্ষা করুন শেষ না হওয়া পর্যন্ত । শেষ হলে সফটওয়ারটি ক্লোজ করে দিন । তবে প্রোগ্রাম ফাইল থেকে পোর্টেবল সফটওয়ারটি কপি করে আপনার পছন্দ মত ড্রাইভে রাখুন । এবং এখন আপনি চাইলে ইনস্টল করা সফটওয়ারটি control Panel থেকে রিমুভ করে দিতে পারেন । আশা করি এখন পোর্টেবল সফটওয়ার আপনি নিজেই তৈরি করতে পারবেন ।
সূত্রঃ টেকটিউনস ডট কম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন