ভাইরাস আমাদের জন্য একটি অভিশাপের মত । ভাইরাস আক্রান্ত হলে বা ভুলবশত অনেক সময় আমাদের কম্পিউটারের ড্রাইভ ফরমেট হয়ে যায় । আবার আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় ফাই অপ্রয়োজনীয় ভেবে ডিলেট করে ফেলে দেই । তখইনই পরতে হয় সমস্যার মধ্যে । কিন্তু হারিয়ে যাওয়া ফাইল কি আর সম্পূর্নরুপে ফেরত পাওয়া যায় তারপরও আমি অনেক রিকোভারি সফটওয়ার ব্যবহার করেছি । সবগুলোর মধ্যে এটি ভাল কাজ করেছে । সফটওয়ারটির নাম Recover My Files । এটার এখন নতুন ভার্সন বের হয়েছে 3.9.8.6472 ।
যেসব ফাইল রিকোভার করা যাবেঃ
# Recover deleted email
# Recover deleted documents
# Recover deleted archives
# Digital Photo recovery
# Recover deleted music and video
একবার ট্রাই করে দেখুন সফটওয়ারটা আপনার কাজের কি না । এটি Fat , Fat 32 , Ntfs ফরমেটেও রিকোভার করা যায় । যেকোন মেমোরি কার্ড , পেনড্রাইভ ইত্যাদি্ও রিকোভার করা সম্ভব । সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
আর সিরিয়াল কী হলঃ
সিরিয়াল কে এখানে পাবেন এখানে
সূত্রঃ টেকটিউনস ডট কম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন