আমরা অনেকেই কম্পিউটারে কপি এবং পেষ্ট করার স্পিড বাড়াতে Tera Copy বা Super copier ব্যবহার করে থাকি । কিন্তু এই দুটোতেই একটি সমস্যা আছে যা অনেকেই খেয়াল করেন না । সেটা হল মোবাইলের সফটওয়ার গুলো সাধারনত কপি বা পেষ্ট হয় না । এছাড়াও মাঝে মাঝে কম্পিউটারের কিছু exe ফাইলও কবি বা পেষ্ট হয় না । তাই হয়ত অনেকেই ওগুলো ভ্যবহার বাদ দিয়েছেন বা অন্য কোন কারনে ব্যবহার করছেন না । কিন্তু আজকে আমি একটি সফটওয়ার পেলাম কপি ফাস্ট করার জন্যে । দেখলাস এটা Tera Copy বা Super copier থেকে অনেকটাই ফাস্ট এবং ভ্যবহার করতে কোন সমস্যা হচ্ছে না । এটা আপনার কপি বা পেষ্ট করার স্পিড বাড়িয়ে দেবে । সফটওয়ারটির নাম Extreme Copy. এর নতুন ভার্সন হল ১.৪। আপনারা ব্যবহার না করলে একবার করে দেখুন আশা করি আপনাদের ভাল লাগবে ।
এখান থেকে মেইন সফটওয়ারটি ও এর পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করতে পারবেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন