ব্যবহার করুন সবচেয়ে সুবিধাজনক অনলাইন ড্রাইভ!!(Best Online Storing System)

আমরা অনেকেই নিজের হার্ড ডাইভে সংরক্ষিত মূল্যবান তথ্য নিয়ে সব সময় একটা সংকার মধ্যে থাকি যদি তথ্যগুলোর কিছু হয়। যদি কোন অ্যাক্সিডেন্ট ঘটে। তাছাড়া যে সব ওয়েব সাইটগুলো অনলাইনে ফাইল স্টোর করে তা কেমন যেন কম্পিউটারের ফাইল সিস্টেমের সাথে মিলে না। তাছাড়া আপলোড করার ব্যাপারটাও অনেক ঝামেলার।

gmail drive ব্যবহার করুন সবচেয়ে সুবিধাজনক অনলাইন ড্রাইভ!!(Best Online Storing System) | Techtunes

এ সকল সমস্যার সমাধান দিতে পারে Gmail Drive। আপনার জিমেইল একাউন্টে নিশ্চই অনেক জায়গা বাকী রয়ে গেছে। না থাকলেই বা কি বিষেশ কাজের জন্য একটি করে জিমেইল এড্রেস বানাবেন শুধু জিমেইল ড্রাইভের সাথে ব্যবহারের জন্য।

আপনাকে কিছুই করতে হবে না শুধু জিমেইল ড্রাইভ সফটওয়ারটি ডাইনলোড করবেন। আর জিমেইলের ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। আর কোন ঝামেলা নেই।

1 ব্যবহার করুন সবচেয়ে সুবিধাজনক অনলাইন ড্রাইভ!!(Best Online Storing System) | Techtunes

নিচের Gmail Drive এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হল :

  • এটি সম্পূর্ণ কম্পিউটারের অন্যান্য ড্রাইভগুলোর মতই।
  • মাই কম্পিউটারে অন্যান্য ড্রাইভের সাথে এটিও একটি ড্রাইভ আকারে বিদ্যমান থাকে।
  • সম্পূর্ণ অন্যান্য ডাইবের মতই ফাইল শো করে।
  • আপনি চাইলে যেকোন সময় যেকোন ফাইল ওপন করতে ও দেখতে পারবেন।
  • অন্য ড্রাইবগুলোতে যেমন আপনি যেকোন ফাইল বা ফোল্ডার কপি পেস্ট করতে পারেন এখানেও তা করতে পারবেন।
  • এতে ড্রাগ এন্ড ড্রপ সুবিধা আছে।
  • যেকোন সময় যেকোন ফাইলকে এ অনলাইন ডাইভটিতে সেভ করতে চাইলে সেন্ড টু অপশনের মাধ্যমে খুব সহজেই কাজটি করতে পারবেন।
  • আর আপলোডের কাজটি এ সফটওয়ার নিজেই আপনাকে কোন রকম ডিস্টার্ব না করে করতে থাকে।
  • এতে আপলোড হতেও সময় লাগে অনেক কম।
  • জিমেইল এ্কাউন্টের স্টোরেজ সাইজ ধীরে ধীরে বাড়ছে ফলে সাথে সাথে বাড়ছে এ ড্রাইভের স্টোরেজ সাইজও।
  • আর আগেই বলেছি বিভিন্ন প্রয়োজনে আপনি কয়েকটি জিমেইল একাউন্ট খুলে নিলেই অনলাইন স্টোরেজের কথা ভাবতে হবে না।
  • ঘন্টার পর ঘন্টা বসে বসে ফাইল আপলোডের চেয়ে এ সফটওয়ারটি ব্যবহার করলে আপনার অনেক সময় বেচে যাবে। আর আপনিও পাবেন একটি অপূর্ব সুবিধাজনক একটি অনলাইন ড্রাইভ।

তবে আপনি যে ফাইলটি আপলোড করতে যাচ্ছেন তার নাম অবশ্যই ৪০ অক্ষরের চেয়ে ছোট হতে হবে।

এ অসাধারন সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক হতে..

http://www.softpedia.com/get/Internet/E-mail/Mail-Utilities/GMail-Drive-shell-extension.shtml


সূত্রঃ টেকটিউনস ডট কম


মন্তব্যসমূহ