আমরা সব সমই আমাদের কম্পিউটারের speed ভাল রাখতে চাই । এজন্য আমাদের কয়েকটি নিয়ম অনুসরন করতে হবে যার ফলে আপনার কম্পিউটারের স্পিড কিছুটা হলেও বাড়বে ।
ভার্চুয়াল মেমরীঃ
আমাদের পিসিতে এমনিতেই Ram কম থাকে । তাই ভার্চুয়াল মেমোরির ব্যবহার করতে হয় । কিন্তু ভার্চুয়াল মেমোরি Ram এর তুলনায় কম গতি সম্পন্ন । যাইহোক নাই মামার চেয়ে কানা মামা ভাল ।
যেভাবে ভার্চুয়াল মেমোরী বাড়াবেনঃ
“My Computer” রাইট বাটন ক্লিক করে প্রোপার্টাজ > “Advance” ট্যাব > Performance > setting > Advance > virtual memory > change > set
তবে initial size রেমের মেমোরির ২ গুন এবং maximum size রেমের ৪ গুন দেয়া ভাল ।
সবচেয় বেশী ভাল হয় আপনার হার্ডডিস্ককে ভার্চুয়াল মেমোরী হিসেবে ব্যবহার করা । যেমনঃ
মাইকম্পিউটার দ্রুত ওপেন করাঃ
আমরা যখন মাই কম্পিউটার ওপেন করি তখন স্বয়ংক্রিয়ভাবেই পিসি ড্রাইভ , নেটওয়ার্ক ও প্রিন্টার সার্চ করে । ফলে কিছুটা সময় নেয় । নিচের পদক্ষেপ গ্রহন করে এই সময় বাচাতে পারেনঃ
My Computer > Tools > Folder options > View > Automatically search Network Folder & Printer ( uncheck it )
অপারেটিং সিস্টেমকে দ্রুত বুট করুনঃ
পিসি বুট হওয়ার পর উইন্ডোজ এক্সপি স্ক্রিন লোডিং হতে অনেক সময় নেয় । আপনি স্ক্রিন লোডিং দ্রুত করতে Run > Msconfig > boot.ini ট্যাবে ক্লিক করুন > noguiboot অপশনটি চেক করে বের হয়ে আসুন । এবার Restart দিন ।
সূত্রঃ টেক্টিইনস্ ডট কম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন