বন্ধ করুন সবধরনের অটোপ্লে

অটোপ্লে!!!কোনো সিডি/ডিভিডি বা পেনড্রাইভ যাই আপনি পিসিতে প্রবেশ করার না কেনো এটি এসে হাজির হয় আমাদের সামনে।মনে করে দেখুন তো শেষ কবে আপনি এই অপশনটি ব্যবহার করেছেন?প্রায়শই আমরাতো ব্রাউজ করেই সেই ড্রাইভে ঢুকে তাহলে।তাহলে এই বিরক্তিকর (অনেকক্ষেত্রে !) ফিচারটি কিভাবে বন্ধ করবেন এবার তা আপনাদের বলে দিই। স্টার্ট মেনুতে gpedit.msc লিখে এন্টার প্রেস করুন।

গ্রুপ পলিসি উইন্ডো আসবে।এখানে থেকে এডমিনিস্ট্রেটিভ টেম্পলেটস>সিস্টেম-এ যান।

251 বন্ধ করুন সবধরনের অটোপ্লে

*এখন ডান পাশের প্যানেলে Turn off Autoplay নামের বাটনে রাইট ক্লিক করে তার প্রোপার্টিজে যান।

26 বন্ধ করুন সবধরনের অটোপ্লে

Enable সিলেক্ট করে Ok করুন।

27 বন্ধ করুন সবধরনের অটোপ্লে

ব্যাস! কাজ হয়ে গেল।

মন্তব্যসমূহ